বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
Led04জেলাজুড়েরাজনীতি

বুধবার এমপিদের শপথ, থাকছেন না.গঞ্জের ৫ এমপি

লাইভ নারায়ণগঞ্জ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিবেন আগামীকাল বুধবার (১০ জানুয়ারি)। এই দিন সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন একাদশ জাতীয় সংসদের স্পিকার, শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের শপথ কক্ষে এ শপথ গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। এসময় এমপিদের সাথে শপথ নিবেন নারায়ণগঞ্জের নির্বাচিত ৫ এমপি।

গত ৭ জানুয়ারি (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও সকাল থেকে বিকাল পর্যন্ত ভোট গ্রহণ হয়। পরদিন সোমবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং অফিসার মাহমুদুল হক নির্বাচনের ফলাফল ঘোষণা দেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, নারায়ণগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, নারায়ণগঞ্জ-৪ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী একেএম সেলিম ওসমান।

RSS
Follow by Email