বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led05আড়াইহাজার

বুদ্ধিজীবী দিবস দেশের স্বাধীনতার ইতিহাসের মর্মান্তিক একটি দিন: ইউএনও সাজ্জাত

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় আড়াইহাজার উপজেলার প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথীর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক লুৎফর রহমান আব্দু, আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ই্উসুফ আলী ভুইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু সিদ্দিক ভুইয়া, সাংগঠনিক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা লাল জেলা যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ও সাবেক ভিপি কবির হোসেন , বীরমুক্তিযোদ্ধা মুছা মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মমতাজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আসাদুজ্জামান, পৌরসভা জামায়াতের সভাপতি মুহাম্মদ নুরুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে ইউএনও সাজ্জাত হোসেন বলেন, এ দেশের স্বাধীনতা ও মুক্তিসংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ এক দিন। বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার দিন। ১৯৭১ সালের এ দিনে দখলদার পাকিস্তানি বাহিনী বাংলার শ্রেষ্ঠসন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে।

অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের জন্য বিশেষ মুনাজাত করা হয়।

RSS
Follow by Email