বুদ্ধিজীবীরা কিভাবে হত্যার শিকার হয়, প্রকৃত রহস্য’র উন্মোচিত হয়নি: সুলতান মাহমুদ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশ সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ বলেছেন, ১৯৭১ এর ১৪ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী যখন পুরোপুরি পর্যুদস্ত হয়ে পরাজয়ের দ্বারপ্রান্তে, ভারতীয় মিত্রবাহিনী যখন ঢাকার নিয়ন্ত্রণ অনেকটাই নিয়ে নিয়েছে তখন বাংলাদেশের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা কিভাবে গুম এবং হত্যার শিকার হলেন, তার প্রকৃত রহস্য এখনো পর্যন্ত দেশবাসীর সামনে উন্মোচিত হয়নি।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সুলতান মাহমুদ বলেন, স্বাধীনতার ৫৩ বছরে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি দাবি করে ক্ষমতায় থাকা দলগুলো এ ঘটনার সঠিক তদন্তে কার্যকর কোন উদ্যোগ গ্রহন করেনি বরং একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মাহমুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার, ছাত্র প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।