বীর মুক্তিযোদ্ধা বাচ্চু হাসপাতালে, পরিবারের দোয়া কামনা
লাইভ নারায়ণগঞ্জ: মহান স্বাধীনতা যুদ্ধের ৯ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান বাচ্চু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার অসুস্থতা বোধ করলে তাকে তাৎক্ষণিকভাবে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এবং পরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি কিছুটা সুস্থতা অনুভব করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তার পরিবারের পক্ষ থেকে আশু রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করা হয়েছে।