সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led04বন্দর

বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম আর নেই

লাইভ নারায়ণগঞ্জ: বন্দর উপজেলায় বার্ধক্যজনিত কারণে বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওরফে মুক্তি কাশেম (৯৭) মারা গেছেন। শনিবার (১৬ আগস্ট) সকাল ৬টায় কামতালের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবর পেয়ে বন্দর উপজেলা প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে মরহুমের কফিনে শ্রদ্ধা নিবেদন করে এবং রাষ্ট্রীয়ভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জহিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগের কারণেই আজ আমরা স্বাধীন দেশে বসবাস করছি। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা মরহুমকে সম্মান জানাতে এসেছি।” তিনি মরহুমের পরিবারের হাতে আর্থিক সহায়তাও তুলে দেন।

এ সময় বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল লতিফ, মুক্তিযোদ্ধার সন্তান এবং অন্যান্য স্বজনরা উপস্থিত ছিলেন। নামাজে জানাজা শেষে কামতাল ডাকসমাজ কবরস্থানে আবুল কাশেমকে দাফন করা হয়।

RSS
Follow by Email