সোমবার, জুলাই ১৪, ২০২৫
Led03ক্রীড়া

বিসিবি সভাপতির সঙ্গে মাস্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জের সৌজন্য সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে মিরপুরে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন মাস্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জের একটি প্রতিনিধি দল। এ সময় নারায়ণগঞ্জ জেলার ক্রিকেট উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে মাস্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জের সভাপতি ও সাবেক জাতীয় ক্রিকেটার মো. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ উপস্থিত ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক জাতীয় ক্রিকেটার জাকারিয়া ইমতিয়াজ, উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি মশিউর রহমান সোহেল এবং কার্যনির্বাহী সদস্য মো. সেলিম রেজা।

বৈঠকে বিসিবির পক্ষ থেকে পরিচালক মাহবুব আনাম এবং ক্রিকেট বোর্ডের ম্যাচ রেফারি জয়দেব জোগেশ উপস্থিত ছিলেন।

আলোচনায় ক্রিকেটকে আরও বিকেন্দ্রীকরণ এবং আঞ্চলিক পর্যায়ে এর সাংগঠনিক ভিত্তি মজবুত করার ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে নারায়ণগঞ্জের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিনিধি দলটি নারায়ণগঞ্জ জেলার ক্রিকেটীয় পরিবেশ, প্রতিভা অন্বেষণ এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেট কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বিসিবির সহযোগিতা কামনা করে।

মাস্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জের প্রতিনিধিরা জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং তারা আশা করছেন, এর ফলে নারায়ণগঞ্জের ক্রিকেট উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

RSS
Follow by Email