সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
Led04ক্রীড়াজেলাজুড়েরাজনীতিরূপগঞ্জসদরসিদ্ধিরগঞ্জ

বিসিবি থেকে বাদ পড়ছে শামীম ওসমানের শ্যালক টিটু, গাজী পুত্র পাপ্পা

লাইভ নারায়ণগঞ্জ: রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া বইছে। বিসিবির বিভিন্ন পদে পরিচালকসহ বিভিন্ন কর্মকর্তাদের বদল ঘটছে।

এরই ধারাবাহিকতায় সাবেক সংসদ শামীম ওসমানের শ্যালক তানভির আহমেদ টিটু, সাবেক সংসদ গোলাম দস্তগীর গাজীর পুত্র গোলাম মর্তুজা পাপ্পাসহ বিসিবির ৭ জন বোর্ড পরিচালক তাদের পদ হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ এর নেতৃত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভার পর ৭ জন বোর্ড পরিচালক তাদের পদ হারিয়েছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী টানা তিনটি বোর্ড সভায় না থাকলে সদস্য পদ হারাবেন পরিচালক। এনায়েত হোসেন সিরাজ, তানভীর আহমেদ টিটু, আনোয়ারুল ইসলাম, গাজী গোলাম মর্তুজা, মনজুর কাদের, নাজিব আহমেদ শেষ দুটি বোর্ড সভায় অংশ নেননি। তারা ছিলেন না পাপনের নেতৃত্বাধীন বোর্ডের শেষ সভাতেও। এজন্য তাদের পরিচালক পদ থাকছে না। তবে, অনুষ্ঠিত সেই মিটিং এ তানভির আহমেদ টিটু ও শফিউল আলম চৌধুরী নাদেল পদত্যাগের ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।

RSS
Follow by Email