শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
Led05ফতুল্লা

বিসিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের কর্মবিরতি

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লায় বিসিক এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা কর্মবিরতি দিয়ে কারখানায় অবস্থান নেয়। বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিসিকের এনআর গ্রুপ নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিকরা গণমাধ্যমকে জানায়, একজন সুপারভাইজার কাজে ভুল করেছে এ অজুহাতে তাকে এক কর্মকর্তা ধমক দেন। এ খবর ছড়িয়ে পড়লে একে একে সকল শ্রমিকরা জড়ো হয়ে কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নেন। পরে সেখানে তারা ওই কর্মকর্তাকে প্রত্যাহার চেয়ে এবং এ ধরনের ঘটনার প্রতিবাদে প্রতিবাদ জানায়।

ঘটনার সত্যাতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কন্ট্রলরুমের রবিউল ইসলাম বলেন, ফতুল্লার বিসিকে এনআর গ্রুপে একটা ছোট ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি হয়। এসময় একে একে সকল শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানার ভেতরে অবস্থান নিয়ে এ ঘটনার প্রতিবাদ জানায়। পরবর্তিতে দুপুর ২ টার দিকে কারখানার পরিস্থিতি স্বাভাবিক হয়। মালিক পক্ষের আলোচনার পর শ্রমিকরা আবার তাদের কাজে ফিরে যায়

RSS
Follow by Email