মঙ্গলবার, মে ১৩, ২০২৫
Led05অর্থনীতি

বিসিকে গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মোহাম্মদ হাতেম

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার পঞ্চবটি বিসিক শিল্প এলাকায় ২নং রোডের প্রধান গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১২ মে) বিকেলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম আনুষ্ঠানিকভাবে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এই অনুষ্ঠানে বিসিক শিল্প এলাকার স্টেট অফিসার মোস্তাফিজুর রহমান, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ সেলিম সারোয়ারসহ স্থানীয় গার্মেন্টস মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, “এই প্রধান গেটটি শুধু এই রোডের পরিচিতিই বহন করবে না, বরং বিসিক শিল্প এলাকার সামগ্রিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা আশা করছি, এই গেট স্থাপনের মাধ্যমে এখানকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন, বিসিক শিল্প এলাকার স্টেট অফিসার মোস্তাফিজুর রহমান, নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সেলিম সারোয়ার।

অনুষ্ঠানে উপস্থিত গার্মেন্টস মালিকরা এই উদ্যোগের জন্য বিকেএমইএ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন, এই গেট স্থাপনের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সুগম হবে এবং সামগ্রিকভাবে শিল্প এলাকার উন্নতিতে সহায়ক হবে।

উল্লেখ্য, পঞ্চবটি বিসিক শিল্প এলাকা নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে বহু শিল্প কারখানা অবস্থিত, যেখানে বিপুল সংখ্যক শ্রমিক কর্মরত। এই প্রধান গেটটি স্থাপিত হওয়ার পর এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার হবে এবং বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণে সুবিধা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

RSS
Follow by Email