সোমবার, নভেম্বর ১৮, ২০২৪
জেলাজুড়েফতুল্লাস্বাস্থ্য

বিশ্ব স্বাস্থ্য দিবসে না.গঞ্জে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

লাইভ নারায়ণগঞ্জ: ‘স্বাস্থ্য অধিকার নিশ্চিতে কাজ করি একসাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহম্মদ মুশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক স্বপন কুমার শর্মা।

দিবসটির প্রতিপাদ্যের উপর বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস ও জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ হোসেন।

আলোচনা সভা থেকে জানা যায়, ইপিআই কর্মসূচির আওতায় শিশু, কিশোরী ও নারীদের মারাত্মক রোগের বিরুদ্ধে টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শুরু হয়েছে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১০- ১৪ বছর বয়সী কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকাদান কার্যাক্রম।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আসিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. শাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, জেলা স্যানেটারী ইন্সপেক্টর মো. লিয়াকত আলী ভূঁইয়াসহ জেলার বিভিন্ন এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন ।

RSS
Follow by Email