মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
Led05শিক্ষা

বিশ্ব পরিবেশ দিবস: নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

লাইভ নারায়ণগঞ্জ: বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জে একটি বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) সকালে দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয় এবং স্কুল কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে স্কুল প্রাঙ্গণে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ. এইচ. এম. রাসেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দেলপাড়া বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল।

বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়। পরিবেশ সংরক্ষণে বৃক্ষের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং একটি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানোর এবং সেগুলোর যত্ন নেওয়ার আহ্বান জানান।

RSS
Follow by Email