বিশ্বব্যাপী ঘোষিত ‘স্ট্রাইক’ কর্মসূচীতে জেলা ছাত্র ফেডারেশনের সংহতি
লাইভ নারায়ণগঞ্জ: ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বব্যাপী ঘোষিত ‘স্ট্রাইক’ কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছে জেলা ছাত্র ফেডারেশন। রবিবার (৬ এপ্রিল) জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা এবং সাধারণ সম্পাদক সৃজয় সাহা এক যৌথ বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে তারা বলেন, ‘বিশ্বব্যাপী গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে ঘোষিত আগামীকালকের প্রতীকী সাধারণ ধর্মঘট (স্ট্রাইক)-এর প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানানো হচ্ছে। এই ধর্মঘট শুধু একটি কর্মসূচি নয়—এটি হলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের পাশে দাঁড়ানোর এক মানবিক ও রাজনৈতিক উচ্চারণ। বর্তমানে গাজায় ইসরায়েল যে বর্বর গণহত্যা চালাচ্ছে, তা মানবতার ইতিহাসে এক ভয়াবহ কলঙ্কচিহ্ন। হাজার হাজার নিরীহ শিশু, নারী, বৃদ্ধ মানুষ নিষ্ঠুরভাবে নিহত হচ্ছে। ধ্বংস করা হচ্ছে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, শরণার্থী শিবির—মানবিক বোধ ও আন্তর্জাতিক আইনের সব সীমা লঙ্ঘন করে। এ নৃশংসতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুধু নৈতিক দায়িত্ব নয়, এটি সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের অংশ।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিশ্বাস করে, এই মুহূর্তে নিরবতা মানেই গণহত্যার পক্ষে অবস্থান নেওয়া। আমরা সকল শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সচেতন জনগণকে এই ধর্মঘটকে সফল করে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতির জানিয়ে গণহত্যা বন্ধের লড়াইয়ে যুক্ত হবার আহবান জানাই।’