বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led03সিদ্ধিরগঞ্জ

বিশেষ কৌশলে ইয়াবা পরিবহন, ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

লাইভ নারায়ণগঞ্জ: বিশেষ কৌশলে ১ হাজার ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট বহনকালে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আইনশৃঙ্খলা রক্ষাকারী এই বাহিনীটির দাবি, তারা উভয়ই পেশাদার মাদক ব্যবসায়ী। পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশল অবলম্বন করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলা আনায়ন করছিল।

কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজায় চেকপোষ্ট স্থাপন করে রোববার (৩ সেপ্টেম্বর) তাদের আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে- প্যান্টের পকেটে বিশেষ কৌশলে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট রয়েছে।

এরপর র‌্যাব তল্লাশী করে ১ হাজার ৭৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কক্সবাজারের টেকনাফ থানার নীলা ইউনিয়নের দরগাপাড়ার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. বুলু মিয়া (২৪) ও একই ইউনিয়নের পানখালীর মৃত সৈয়দ আহাম্মেদের ছেলে ইয়াছিন (২৬)।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

RSS
Follow by Email