বিশেষ কায়দায় ইয়াবা পাচারের অভিযোগ, নারীসহ ৩ জন আটক
লাইভ নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৫ হাজার ৭০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার দিবাগত রাতে এই অভিযান চালানো হয়।
জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ইকবাল মাহমুদ দিপুর নেতৃত্বে একটি দল মঙ্গলবার রাত ৩টার দিকে মেসার্স বিসমিল্লাহ সিএনজি ফিলিং স্টেশনের সামনে ‘হানি এন্টারপ্রাইজ’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। এ সময় একটি টিনের চুলার ভেতর এবং একটি স্টিলের পাইপে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার বাসিন্দা শাহেনা আক্তার বৃষ্টি (২০), মো. রাজা (২৮) এবং মো. মিঠুন লাল (৩৮)।
এই ঘটনায় বুধবার (২০ আগস্ট) সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।