শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রাজনীতি

বিশাল মিছিল নিয়ে ঢাকায় শামীম ওসমান

লাইভ নারায়ণগঞ্জ: আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠনের আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়েছে নারায়ণগঞ্জের প্রায় অর্ধলাখ নেতাকর্মী।

এতে নেতৃত্ব দিচ্ছেন আওয়ামী লীগের প্রভাবশালী সংসদ সদস্য একেএম শামীম ওসমান।

বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ঢাকায় শান্তি সমাবেশে যোগদেন তারা।

এ সময় বিভিন্ন স্লোগান, করতালি আর মিছিলে মুখর হয়ে উঠে রাজধানীর রাজপথ।

সাংবাদিকদের শামীম ওসমান বলেন, আপনারা দেখেছেন নারায়ণগঞ্জ থেকে ৫০ থেকে ৬০ হাজার নেতাকর্মী দিয়ে এরই মধ্যে এ মাঠ পুরো ভরে গেছে। আমরা প্রমাণ করে দিতে চাই নারায়ণগঞ্জের মাটি এক সময়ে আওয়ামী লীগের ঘাটি ছিল এবং এখনও আছে। যেকোনো অবস্থান মোকাবিলা করার জন্য নারায়ণগঞ্জের নেতাকর্মীরা শেখ হাসিনার একটি নির্দেশের অপেক্ষায় আছে এবং সেটি আমরা করব তবে শান্তিপূর্ণভাবে। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।

এর আগে সকাল থেকে নারায়ণগঞ্জের নেতাকর্মীরা সাড়ে ৩ ‘শ বাসসহ ট্রাকে ঢাকায় সমাবেশের উদ্দেশে রওনা দেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে জড়ো হয়ে শামীম ওসমানের নেতৃত্বে শান্তি সমাবেশে যোগ দেন।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেইটে বিকাল ৩টায় শুরু হয় শান্তি সমাবেশ। আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের আয়োজিত ব্যানারে অবস্থান নেয় তাঁরা।

RSS
Follow by Email