সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫
Led04অর্থনীতি

বিশাল জয়ের পর নিট ঐক্য ফোরামের বিজয় মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে বিশাল জয়ের পর নবনির্বাচিত প্যানেল নিট ঐক্য ফোরাম বিজয় মিছিল করেছে। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফতুল্লা বিসিক শিল্পনগরীতে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নবনির্বাচিত সভাপতি সেলিম সারোয়ারের নেতৃত্বে দুপুর সাড়ে ১২টার দিকে যমুনা ব্যাংকের সামনে থেকে শুরু হয়। এরপর এটি বিসিক শিল্পনগরীর প্রধান সড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং অ্যাসোসিয়েশনের কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

বিজয় মিছিলে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীরা অংশ নেন। এ সময় সংগঠনের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান স্বপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার, সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান রাকিবসহ অন্যান্য সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email