বিরল রোগে আক্রান্ত শিশু মাহির. সাহায্যের আবেদন
লাইভ নারায়ণগঞ্জ: ডুচেন মাসকুলার ডিস্ট্রফি (DMD) নামক এক বিরল জেনেটিক রোগে আক্রান্ত হয়ে জীবন সংকটে ভুগছে শিশু মাহির শাহরিয়ার। এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মাহিরের পেশী ক্রমাগত দুর্বল হচ্ছে। বর্তমানে ডিএমডি রোগের কোনো নিরাময় না থাকলেও, সঠিক চিকিৎসা ও দীর্ঘমেয়াদী যত্নের মাধ্যমে মাহিরের জীবনকাল ও জীবনযাত্রার মান উন্নত করা সম্ভব। তবে এই চিকিৎসার বিশাল খরচ যোগান দেওয়া মাহিরের দিনমজুর বাবার পক্ষে প্রায় অসম্ভব।
ডুচেন মাসকুলার ডিস্ট্রফি (DMD) মূলত ছেলেদেরকে আক্রান্ত করে। ডিস্ট্রোফিন নামক গুরুত্বপূর্ণ প্রোটিনের অভাবে এই রোগ হয়, যার ফলে পেশী দুর্বল ও ক্ষয় হতে থাকে। এই রোগে আক্রান্ত শিশুরা সাধারণত কৈশোরের আগেই চলাচলের ক্ষমতা হারিয়ে ফেলে এবং শ্বাস-প্রশ্বাস ও হৃদপিণ্ডের জটিলতা তৈরি হতে পারে।
মাহিরের বাবা মোঃ এনামুল হক এবং মা মোছাঃ মিতা খাতুন তাদের সন্তানের চিকিৎসা এবং তাকে বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় ওষুধ ও দীর্ঘমেয়াদি যত্নের জন্য সমাজের সকল স্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
পাবনার আটঘরিয়া উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে এই অসহায় পরিবারটি নারায়ণগঞ্জের ফতুল্লা, ইসদাইর বাজার-এ একটি ভাড়া বাসায় অবস্থান করছে। সামর্থ্য না থাকা সত্ত্বেও সন্তানের জীবন বাঁচাতে এই বাবা-মা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন।
“আসুন, এই বিরল রোগে আক্রান্ত মাহির শাহরিয়ারকে বাঁচাতে আমরা সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেই। আপনার সামান্য অনুদানও তার চিকিৎসার জন্য অপরিহার্য এবং তার জীবনের সময়কাল বাড়াতে সাহায্য করতে পারে।”
মাহিরের পরিবারকে সাহায্য করতে বা তার অবস্থা সম্পর্কে আরও জানতে নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন: মোবাইল নম্বর: ০১৭৩২০৬১৪৮৩
