শনিবার, জুলাই ২৬, ২০২৫
Led04ধর্ম

বিমান বিধ্বস্ত: শুক্রবার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা

লাইভ নারায়ণগঞ্জ: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় শুক্রবার দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ধর্ম মন্ত্রণালয় এই বিশেষ প্রার্থনা কর্মসূচি সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সমন্বয় করবে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকার জাতীয় শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সংহতি জানিয়েছে। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণে এই প্রার্থনা অনুষ্ঠানগুলো দেশের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হবে, যা দুর্গতদের প্রতি একাত্মতা প্রকাশের একটি বড় সুযোগ।

উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুরে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান উত্তরার দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন। এছাড়াও, আরও ৫৭ জন আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনা দেশজুড়ে গভীর শোকের ছায়া ফেলেছে এবং অসংখ্য মানুষের মনে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা দ্রুতই তাদের প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

RSS
Follow by Email