মঙ্গলবার, জুলাই ২২, ২০২৫
জেলাজুড়ে

বিমান বিধ্বস্ত: বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদের শোক প্রকাশ

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ। একই সাথে তারা নিহতদের ক্ষতিপূরণ, আহতদের দ্রুত উন্নত চিকিৎসা এবং ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে।

সংগঠনটির আহ্বায়ক আবু হাসান টিপু ও সদস্য সচিব এন আর বি মামুন এক বিবৃতিতে বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে এর কারণ অনুসন্ধান করতে হবে। তারা বিশেষভাবে উল্লেখ করেছেন, এই ঘটনা কোনো রাজনৈতিক বিশেষ উদ্দেশ্য হাসিলের জন্য নাশকতা কিনা, তা-ও খতিয়ে দেখা দরকার।

নেতৃবৃন্দ আরও আহ্বান জানিয়েছেন যে, বিমান বাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পসহ সকল ধরনের প্রশিক্ষণ ক্যাম্প জনবহুল শহর ঢাকা থেকে সরিয়ে নিরাপদ জায়গায় স্থানান্তর করা হোক।

বিবৃতিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং আহত-নিহতদের পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ আহতদের উপযুক্ত চিকিৎসার উদ্যোগ এবং হতাহতের সঠিক তালিকা করে জাতিকে সঠিক তথ্য সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে।

RSS
Follow by Email