বিমান বিধ্বস্ত ঘটনায় না.গঞ্জ যুব শক্তির দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরনে দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে জেলা যুব শক্তি। মঙ্গলবার (২২ জুলাই) শহরের বিভিন্ন স্কুলে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির নেতা নিরব রায়হানের নেতৃত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সংগঠক, ও যুব শক্তির নেতা ফাহিম খন্দকার অনিকের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ শহরের আই টি স্কুল, বিবি মরিয়ম স্কুল ও নারায়ণগঞ্জ সরকারী গার্লস স্কুল সহ বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করেন সংগঠনটি।
এসময় ফাহিম খন্দকার অনিক জানান এই আয়োজন কেবল প্রার্থনাই নয়, এটি একটি বার্তাও— যে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ ও মানবতার পাশে আছি। থাকবো ইনশাআল্লাহ। সেই সাথে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সবাইকে, যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে চেষ্টায় একসাথে এগিয়ে যাই।
এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সংগঠক ইকরাম হোসেন সামি, সংগঠক হাবিবুল ইসলাম অপু, সদস্য আসিফ আহমেদ সহ বিভিন্ন স্কুলের সংগ্রামী ছাত্র ছাত্রী বৃন্দ।