বুধবার, জুলাই ২৩, ২০২৫
রাজনীতি

বিমান বিধ্বস্ত ঘটনায় না.গঞ্জ যুব শক্তির দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরনে দোয়া ও মুনাজাতের আয়োজন করেছে জেলা যুব শক্তি। মঙ্গলবার (২২ জুলাই) শহরের বিভিন্ন স্কুলে এ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় কমিটির নেতা নিরব রায়হানের নেতৃত্বে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সংগঠক, ও যুব শক্তির নেতা ফাহিম খন্দকার অনিকের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ শহরের আই টি স্কুল, বিবি মরিয়ম স্কুল ও নারায়ণগঞ্জ সরকারী গার্লস স্কুল সহ বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করেন সংগঠনটি।

এসময় ফাহিম খন্দকার অনিক জানান এই আয়োজন কেবল প্রার্থনাই নয়, এটি একটি বার্তাও— যে আমরা ক্ষতিগ্রস্ত মানুষ ও মানবতার পাশে আছি। থাকবো ইনশাআল্লাহ। সেই সাথে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি সবাইকে, যারা এই দুর্ঘটনায় প্রিয়জন হারিয়েছেন। এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে চেষ্টায় একসাথে এগিয়ে যাই।

এসময় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক সহ আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগর সংগঠক ইকরাম হোসেন সামি, সংগঠক হাবিবুল ইসলাম অপু, সদস্য আসিফ আহমেদ সহ বিভিন্ন স্কুলের সংগ্রামী ছাত্র ছাত্রী বৃন্দ।

RSS
Follow by Email