শনিবার, জুলাই ২৬, ২০২৫
রাজনীতি

বিমান বিধ্বস্তের ঘটনায় নগরীতে মহিলা পরিষদের মৌন মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে মৌন মিছিল করে জেলা মহিলা পরিষদ। শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় এই মৌন মিছিল নবাব সলিমুল্লাহ রোডস্থ সংগঠন কার্যালয় থেকে শুরু হয়ে মেট্রো হল সংলগ্ন প্রধান সড়ক ও চাষাড়া শহীদ মিনার ঘুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এসময় তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ অত্যন্ত দুঃখের সাথে অবলোকন করছে যে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে অসংখ্য কোমলমতি ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও পাইলট হতাহত হয়েছেন। কি হৃদয়বিদারক দৃশ্য! অনেকেই পুড়ে অঙ্গার, কত ছোট ছোট শিশু শরীরে দগদগে ক্ষত নিয়ে দৌড়ে বেরিয়ে আসছে! এসব দৃশ্য সহ্য করা যায় না। অনেকে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছে। এই কঠিন মুহূর্তেও দেখেছি- স্কুলের দুই নারী শিক্ষক মায়ের মমতা নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সন্তানতুল্য অনেক ছাত্র-ছাত্রীদের বাঁচিয়েছেন। শেষ পর্যন্ত নিজেদের জীবন রক্ষা করতে পারেননি। তাদের এই অবদানকে জাতি সারা জীবন মনে রাখবে। এছাড়াও অন্যান্য শিক্ষক, স্কুল সংশ্লিষ্ট লোকজন আহতদের উদ্ধার করতে গিয়ে নিজেরাও মারাত্মক আহত হয়েছেন। তাঁদেরও শ্রদ্ধাভরে স্মরণ করি। এই দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। সেই সাথে সরকারের প্রতি জোর দাবি জানাই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করা। হতাহতের সঠিক সংখ্যা প্রকাশ করা ও তাদের পরিবার গুলোকে ক্ষতিপূরণ প্রদান করা। ত্রুটিপূর্ণ প্রশিক্ষণ বিমান কেন আকাশে উড়বে- এই বিষয়টি দ্রুত তদন্ত করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে সরকারকেই এই দায় নিতে হবে। ঢাকাসহ কোন জনবহুল এলাকায় বিমান ও সেনাবাহিনী এবং অন্যান্য কর্তৃপক্ষ কোন রকম প্রশিক্ষণ চালাতে পারবে না। এই বিষয়গুলোতে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানানো হচ্ছে।

এসময় দলের জেলা কমিটির সভাপতি রীনা আহমেদের নেতৃত্বে মিছিলে অংশগ্রহণ করেন জেলার সাধারণ সম্পাদক রহিমা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শোভা সাহা, আন্দোলন সম্পাদক সাহানারা বেগম, প্রশিক্ষণ সম্পাদক লায়লা ইয়াসমিন, অর্থ সম্পাদক শীলা সরকার, প্রচার সম্পাদক রোজী আবেদীন, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শাশ্বতী পাল, জেলা সদস্য কাউছার আক্তার পান্না, নীলা আহমেদ, পল্লবী প্রত্যাশা, তরুণী সদস্য ঢাবি’র ছাত্রী জান্নাতুল ফেরদাউসহ এক ঝাঁক তরুণী সদস্য।

RSS
Follow by Email