বিমান বিধ্বস্তের ঘটনায় জেলা হিন্দু ছাত্র মহাজোটের বিশেষ প্রার্থনা
লাইভ নারায়ণগঞ্জ: উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় চাষাড়ায় শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে জেলা হিন্দু ছাত্র মহাজোটের উদ্যোগে এ সভা পালন করা হয়।
সভাতে, উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটে। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এ সভা সঞ্চালনা করেন জেলা ছাত্র মহাজোটের সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস।
উক্ত সভায় উপস্থিত ছিলেন—জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জের আহ্বায়ক গৌরাঙ্গ চন্দ্র সাহা, সদস্য সচিব সম্ভুনাথ দে, এবং জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জের সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস, সহ-সভাপতি শ্রী পরশ হাজরা ও শ্যামল দাস, সিনিয়র সহ-সভাপতি শ্রী রতন দাস, প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত, সহ-প্রচার সম্পাদক শ্রী রাম মোদক, সহ-সমাজ সেবা সম্পাদক শ্রী প্রীতম দাস, সদস্য শ্রী নীরব চক্রবর্তী ও শ্রী সৃজন দাস।
বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী সুজন চন্দ্র দাস ও প্রচার সম্পাদক শ্রী সজীব চক্রবর্তী শান্ত। বক্তব্যে সভাপতি বলেন, উত্তরার স্কুলে যেটা হয়েছে, সেটা খুবই দুঃখজনক, যা পুরো বাঙালির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। আমরা ছাত্র মহাজোট পরিবার শোকাহত, এবং নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করি।
এবং প্রচার সম্পাদক বলেন, যে বাচ্চাদের তার বাবা-মা আগুনের সামনে যেতে বারণ করতো, সেই আগুনে আজ তাঁরা নিহত ও আহত। আমি এবং আমরা খুবই শোকাহত। নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনা করি।