বৃহস্পতিবার, জুলাই ২৪, ২০২৫
Led05গণমাধ্যম

বিমান বিধ্বস্তের ঘটনায় এনজেটিজেএ’র শোক

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায়, গভীর শোক প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনজেটিজেএ)।

বুধবার (২৩ জুলাই) সংগঠনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা মৃত্যুবরণকারীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সাথে, চিকিৎসাধীন হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিক ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রধান উপদেষ্টার যথাযথ হস্তক্ষেপ কামনা করা হয়েছে। প্রয়োজনে দ্রুত বিদেশে পাঠিয়ে আহতদের সঠিক চিকিৎসার দাবিও জানান তারা।

এনজেটিজেএ তাদের শোকবার্তায় আরও উল্লেখ করে, “মৃত্যুর সংখ্যা দিনদিন বাড়ছেই। এই দুর্ঘটনায় বিমানসেনা ও মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি, সেদিকেও লক্ষ্য রাখার দাবি করছি।”

RSS
Follow by Email