বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের দোয়া
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই যুদ্ধা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজ-এ মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) মহানগর ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের মহানগর সভাপতি এইচ এম শাহীন আদনান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মুহা আশিকুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক মুহা আবুল হাশিম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর এর সহ-সভাপতি নোমান আহমেদ, প্রশিক্ষণ সম্পাদক জাহিদুল ইসলাম মোল্লা,দাওয়াহ সম্পাদক মুহা মাহবুবুর রহমান, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহা খালেদ সাইফুল্লাহ সানভীর, প্রকাশনা সম্পাদক মুহা আমির হামজা সহ নগর ও থানা দায়িত্বশীলবৃন্দ ।