বুধবার, ডিসেম্বর ১৮, ২০২৪
রাজনীতি

বিপ্লব-সংহতি দিবস উপলক্ষে মহানগর যুবদলের মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বিপ্লব ও সংহতি দিবস মিছিল করেছে মহানগর যুবদল। শনিবার (১৬ নভেম্বর) বিকেলে নগরীতে এ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর খানপুরের ৩০০ শয্যা হাসপাতালের সামনের সড়ক থেকে মিছিলটি বের হয়ে চাষাঢ়া দিয়ে নিতাইগঞ্জ গিয়ে শেষ হয়।

এর আগে খানপুরে এ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, সদস্য মজিবুর রহমান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

সমাবেশে শাহেদ আহমেদের সঞ্চালনা ও মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, যুগ্ম আহ্বায়ক নূর এ এলাহী সোহাগ, সাবেক সহসাংগঠনিক সম্পাদক পারভেজ খান প্রমুখ।

RSS
Follow by Email