বিপ্লব ঘটাতে বেশি কিছু লাগে না, অল্প কিছু মানুষ হলেও হয়: মাওলানা ফেরদাউসুর
লাইভ নারায়ণগঞ্জ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, মানুষের অধিকারের পক্ষে কথা বললে মৃত্যুর আগ পর্যন্ত তিনি তা বলে যাবেন। প্রয়োজনে রাজপথে জীবন দিতেও প্রস্তুত আছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার পশ্চিম ভোলাইলের আলহাজ্ব আব্দুল লতিফ দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “একটি বিপ্লব ঘটাতে বেশি কিছু লাগে না, অল্প কিছু মানুষ হলেও হয়। তবে থাকতে হবে একতা, মনের কঠোরতা এবং প্রতিজ্ঞাবদ্ধ মনোভাব। তাহলে যত শক্তিশালী প্রতিপক্ষই আঘাত হানার চেষ্টা করুক না কেন, আমরা ঐক্যবদ্ধতার মাধ্যমে বিজয় ছিনিয়ে আনতে পারব।”
অনুষ্ঠানে ঘোষণা করা হয়, ১লা থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। ‘জমিয়তে দাওয়াত, জমিয়তে পয়গম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম’—এই স্লোগানকে সামনে রেখে তাদের এই কার্যক্রম পরিচালিত হবে।
মাওলানা ফেরদাউসুর রহমান আরও বলেন, “আমি কারও সমালোচনা করি না। কিন্তু আমার ফেসবুক পেজে গেলে আমাকে অসংখ্য লোক গালাগালি করে। আমি শুধু বুঝি, খানকায় বসে আলেম হওয়ার চেয়ে রাস্তায় মানুষের অধিকার আদায় করার জন্য যদি আমাকে গাল দেয়, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি মানুষের অধিকার নিয়ে কথা বলি, এটাই কিছু মানুষের সবচেয়ে বড় সমস্যা।”
তিনি বলেন, “তার মানে কি, আমি যদি নারায়ণগঞ্জের মানুষের অধিকারের কথা বলি, তাহলে আমার মুখ বন্ধ করে দেওয়া হবে? মৃত্যুর আগ পর্যন্ত আমি মানুষের অধিকারের পক্ষে কথা বলব। আপনারা আমার পাশে থাকবেন, ইনশাআল্লাহ জয় একদিন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের হবেই।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ। ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মুফতি আলাউদ্দিন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা তাইজুল ইসলাম আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মনাওয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।