বিপ্লব ও সংহতি দিবসে সিদ্ধিরগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী রেজাউলের র্যালি
লাইভ নারায়ণগঞ্জ: মহান ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ এলাকায় র্যালি করেছেন বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম। সোমবার (১০ নভেম্বর) এই র ্যালি অনুষ্ঠিত হয় এবং সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি তাঁকে উষ্ণ শুভেচ্ছা জানায়।
র্যালিটি সোনারগাঁও থেকে শুরু হয়ে সিদ্ধিরগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকা চিটাগাং রোড পর্যন্ত এসে পৌঁছায়। এসময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অধ্যাপক রেজাউল করিমকে ফুল দিয়ে ও স্লোগান দিয়ে শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা জানানোর সময় সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সেলিম মাহমুদ, রওশন আলী, ডিএইচ বাবুল, এড্যাঃ মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ও ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক মোঃ তৈয়ব হোসেন
এছাড়াও থানা বিএনপি এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন। এর মধ্যে রয়েছেন: ৩নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী শাকিল ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভুইয়া, ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আইয়ুব আলী মুন্সি, ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ডের সভাপতি মোঃ মোস্তফা, ৭নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মহিউদ্দিন শিকদার ও ১০নং ওয়ার্ডের সভাপতি আনিস শিকদার।
যুবদল, ছাত্রদল এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সাবেক ও বর্তমান নেতারাও র্যালিতে অংশ নেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য: যুবদল নেতা মাহবুব, সাবেক ছাত্রদল সভাপতি একে হীরা, সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনি এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদলের সহ-সভাপতি মাহাবুবুর রহমান সেলিম।
