বিপ্লব ও সংহতি দিবসে মশিউর রহমান রনি বিশাল শোডাউন
লাইভ নারায়ণগঞ্জ: মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির নেতৃত্বে এক বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে যুবদলসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিলে অংশ নেন।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকা থেকে বর্ণাঢ্য এই র্যালিটি শুরু হয়। র্যালিটি লিংক রোডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনির উদ্যোগে আয়োজিত এই বর্ণাঢ্য র্যালিতে বিএনপি, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকা থেকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে রনির র্যালিতে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা এসময় দিবসটির গুরুত্ব তুলে ধরে স্লোগান দেন।
