শনিবার, জুলাই ২৬, ২০২৫
সদর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে শুক্রবার ‘শহীদ স্মরণ সমাবেশ’

লাইভ নারায়ণগঞ্জ: ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল, শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৩টা ৩০ মিনিটে চাষাড়াস্থ শহীদ মিনারে ‘শহীদ স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়েছে।

এই সমাবেশ ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আয়োজিত হচ্ছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ফ্যাসিবাদ বিরোধী যুগপদ আন্দোলনের অন্যতম নেতা এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা কমরেড সাইফুল হক। এছাড়া, পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর অন্যতম সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু সহ জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। শহীদ স্মরণ সমাবেশে সভাপতিত্ব করবেন পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও শ্রমিকনেতা মাহমুদ হোসেন।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য সাইফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এই সমাবেশের সংবাদ সংগ্রহ করার জন্য একজন রিপোর্টার ও একজন ফটোসাংবাদিক প্রেরণের আবেদন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে, এই সমাবেশ সফলভাবে সম্পন্ন হবে এবং এর বার্তা সর্বস্তরের জনগণের কাছে পৌঁছাবে।

RSS
Follow by Email