বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
গণমাধ্যমজেলাজুড়েসদরসোশ্যাল মিডিয়া

বিপিজেএ সেক্রেটারীর দায়িত্ব হস্তান্তর

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার উপনির্বাচন ২০২৪ইং এ বিনাপ্রতিদ্বদ্ধিতায় নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামকে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

শনিবার চাষাড়া শহীদ মিনার সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত নির্বাহী কমিটির সভায় অনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মো. এনামুল হক সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাসান উল রাজিব, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিশাল আহমেদ, অর্থ সম্পাদক মো. কাউয়ুম খান, প্রচার সম্পাদক মো. শহিদ হোসেন, নিবার্হী সদস্য ১ ও সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি এবং নিবার্হী সদস্য ২ ও সাবেক সহ সভাপতি আমির হোসন।

দায়িত্ব হস্তান্তর শেষে নবনির্বাচিত নির্বাচিত সাধারণ সম্পাদক মো. সহিদুল ইসলামকে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

RSS
Follow by Email