বিনামূল্যে আইনি সেবার বার্তা দিল লিগ্যাল এইড
লাইভ নারায়ণগঞ্জ: ন্যায়ের পথে অবিচল, আইনি সহায়তায় নির্ভয়” – এই স্লোগানকে ধারণ করে আজ নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করে।
সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে আটটায় জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মো. আবু শামীম আজাদ। তিনি পায়রা ও বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা করেন।
এ সময় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক জনাব জাহিদুল ইসলাম মিঞা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রবিউল ইসলাম, পুলিশ সুপার, সিভিল সার্জন ডাঃ এ.এফ.এম. মুশিউর রহমান, বিজ্ঞ বিচারকবৃন্দ, জেল সুপার, জেলা সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
উদ্বোধনী পর্বের পর এক বিশাল র্যালি আদালত প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর সকাল নয়টায় লিগ্যাল এইড মেলার উদ্বোধন করা হয়। একই স্থানে সকাল সোয়া নয়টায় এক আলোচনা সভার আয়োজন করা হয়, যা সঞ্চালনা করেন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মাইমানাহ আক্তার মনি।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ জনাব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী গত ১৫ মাসে (জানুয়ারি ২০২৪ থেকে মার্চ ২০২৫) লিগ্যাল এইড অফিসের কার্যক্রমের চিত্র তুলে ধরেন। তিনি জানান, এই সময়ে ৬৫৭ জনকে মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে, ১২০ জন আইনি পরামর্শ গ্রহণ করেছেন, আপোষ মীমাংসার জন্য ১২১২টি আবেদন পাওয়া গেছে যার মধ্যে ৪৯৭টি সফলভাবে নিষ্পত্তি হয়েছে। এর মাধ্যমে ৪ কোটি ৬৪ লক্ষ ৭০ হাজার ৪০০ টাকা আদায় করে পক্ষদের মধ্যে বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আবু শামীম আজাদ বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে যারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য লিগ্যাল এইড একটি আশীর্বাদ। তিনি উপস্থিত সকলের প্রতি সরকারের এই আইনি সেবা সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করার আহ্বান জানান, যাতে অসহায় ও দরিদ্র মানুষ সহজে এই সুবিধা পেতে পারে।
বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব নিলুফা ইয়াসমিন বলেন, আইনের চোখে সবাই সমান এবং ন্যায়বিচার প্রাপ্তি সকলের অধিকার। লিগ্যাল এইডের প্রচার ও প্রসারের জন্য সকলকে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করার কথা বলেন তিনি। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রবিউল ইসলাম এই দিবসটিকে আরও ব্যাপকভাবে প্রচারের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দ্বন্দ্বে কোনো আনন্দ নেই, তাই শান্তিপূর্ণ জীবন যাপনের জন্য লিগ্যাল এইডের সহায়তা নেওয়া উচিত।
সমাপনী বক্তব্যে জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জনাব মোঃ আবু শামীম আজাদ বলেন, মানুষ যাতে সহজে ও দ্রুত বিচার পায় এবং দারিদ্র্যের কারণে কেউ আইনি সুবিধা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে লিগ্যাল এইড অফিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আইনি সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন।
দিবসটি উপলক্ষে জেলা জজ আদালত প্রাঙ্গণে দিনব্যাপী লিগ্যাল এইড মেলা অনুষ্ঠিত হয়। মেলায় জেলা আইনজীবী সমিতি, কর্মচারী কল্যাণ পরিষদ, লিগ্যাল এইড অফিস, স্বাস্থ্য বিভাগ ও জেলা কারাগার স্টল স্থাপন করে আইনি সহায়তার বিভিন্ন দিক তুলে ধরেন। এই আয়োজনের মাধ্যমে সমাজের সকল স্তরের মানুষ আইনি সহায়তা সম্পর্কে আরও বেশি জানতে পারবে বলে আশা করা যায়।