বিদ্যানিকেত স্কুলে ২২ জন গুণী প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান
লাইভ নারায়ণগঞ্জ: প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে নারায়ণগঞ্জের ২২ জন গুণী সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষককে সম্মাননা প্রদান করেছে বিদ্যানিকেতন হাই স্কুল ও বিদ্যানিকেতন ট্রাস্ট। শিক্ষকদের মেধা ও শ্রমের এই ব্যতিক্রমী মূল্যায়নকে বক্তারা শিক্ষাঙ্গনে ‘অনন্য দৃষ্টান্ত’ হিসেবে আখ্যায়িত করেছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে বিদ্যানিকেতন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক, শুভেচ্ছা উপহার ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকদের বিদ্যানিকেতন ট্রাস্টের পক্ষ থেকে শাড়ি, পাঞ্জাবি ও সনদপত্রও প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে একজন শিক্ষার্থীর ভিত তৈরি করার প্রথম সোপান। কিন্তু দেশের সামাজিক প্রেক্ষাপটে প্রায়শই প্রাইমারির গুণী শিক্ষকদের মূল্যায়ণ করা হয় না। এক্ষেত্রে বিদ্যানিকেতন একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
সংবর্ধিত শিক্ষকরা তাদের অনুভূতি জানাতে গিয়ে বলেন, শিক্ষকতা মহান পেশা হলেও এই পেশায় সাধারণত শ্রম দেওয়া হয়, কিন্তু মেধার মূল্যায়ন হয় না। বিদ্যানিকেতন ২২ জন শিক্ষককে সম্মাননা প্রদান করে যে উদ্যোগ নিল, তা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
সংবর্ধিত প্রধান শিক্ষকরা হলেন, নুরুন্নাহার বেগম, মাহবুবা খানম, ভজনা রানী পাল, সাজেদা আক্তার বীথি, মো. নিজাম উদ্দীন, শুভাশীষ রায়, জেসমিন আক্তার, এ কে এম খুরশীদ আলম, মোশারাত মোন্তাজীম, সুরাইয়া আক্তার, সালমা আক্তার, সেলিনা মোয়াজ্জেম, মরিয়ম বিন নাহার, অজিত কুমার দাস, হোমায়রা, সিফাত আরা খানম, গৌতম মজুমদার, আরিফা ইয়াসমিন, তাসলিমা আক্তার, সাহিদা আহমেদ, শাম্মী আক্তার এবং আঞ্জুমানারা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যানিকেতন ট্রাস্ট সদস্য ও শিক্ষানুরাগী কাসেম জামাল, বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান ও ট্রাস্ট সদস্য বদিউজ্জামান বদু, শিক্ষাবিদ ও নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য সচিব দেলোয়ার হোসেন চুন্নু, ট্রাস্টের কোষাধ্যক্ষ কৃষ্ণধন সাহা, ট্রাস্ট সদস্য ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুস সালাম, সমাজসেবক ও ট্রাস্ট সদস্য মনির হোসেন খান, ট্রাস্ট ও স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, পরিচালনা পরিষদের সদস্য প্রদীপ গোপ, আফরোজা আক্তার, পারভেজ শরীফ এবং প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।