শনিবার, আগস্ট ২, ২০২৫
সদর

বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য কাকলী হোসেনের ইন্তেকাল

লাইভ নারায়ণগঞ্জ: বিদ্যানিকেতন ট্রাস্টের অন্যতম সদস্য কাকলী হোসেন রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১ আগস্ট) প্রো—অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

মরহুমা কাকলী হোসেন পশ্চিম দেওভাগ ভূইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন ট্রাস্টের অপর সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেলের স্ত্রী। মাত্র ৫৪ বছর বয়সে তার আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান কাশেম হুমায়ূন, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিউনের সভাপতি আবদুস সালাম, সদস্য সচিব সাবেক কাউন্সিলর ও বাংলাদেশের ডায়াবেটিস হাসপাতাল, নারায়ণগঞ্জ এর সভাপতি দেলোয়ার হোসেন চুন্নু সহ বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

এদিকে কাকলী হোসেনের মৃত্যুর পরে শনিবার সকাল ১১টায় ভূইয়ারবাগ জামে মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় এলাকাবাসীসহ বিভিন্ন স্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য মরহুমা কাকলী হোসেন গত চারদিন যাবৎ প্রো—অ্যাকটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভাইরাস জ্বর ও কিডনি রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

RSS
Follow by Email