রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
জেলাজুড়েশিক্ষাসদর

বিদ্যানিকেতনে দেশীয় ফলের উৎসব

লাইভ নারায়ণগঞ্জ: দেশীয় বিভিন্ন জাতের ফল শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য নারায়ণগঞ্জের বিদ্যানিকেতন হাই স্কুলে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুন) সকাল থেকে শিক্ষার্থীরা দেশীয় ফলের দিন ব্যাপী প্রদর্শনীর আয়োজন করে।

মোট ৩৭ টি স্টলে স্কুলের শিক্ষাথীরা প্রচলিত ফল আম,জাম,কাঠাল,লিচুর পাশাপাশি বিলুপ্ত প্রায় ফল ৩০ জাতের ফল প্রদর্শনীতে শিক্ষার্থীদের সাথে পরিচয় করিয়ে দেয়া হয়।এ-র মধ্যে ছিল ডেউয়া,কাও,লটকন, জামরুল, দেশী গাব,পেলা গুটা ইত্যাদি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী দেলোয়ার হোসেন চুন্নু,এডভোকেট নবী হোসেন, আবদুস সালাম, মোয়াজ্জেম হোসেন সোহেল বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।

RSS
Follow by Email