বুধবার, অক্টোবর ১৫, ২০২৫
Led03রাজনীতি

বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল-ব্যালট ছিনতাই ঠেকানো যাবে না: মুফতি মাসুম বিল্লাহ

লাইভ নারায়ণগঞ্জ: ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জনগণের দাবি মেনে নিয়ে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। তিনি বর্তমান সরকারকে কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করে দেশ, ইসলাম ও মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বুধবার (১৫ অক্টোবর) দুপুর ১২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর-এর উদ্যোগে পিআর সহ ৫ দফা দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ বলেন, “এ সরকার জনগণের সরকার। সকল দলের সরকার। কোনো পক্ষ বা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই। কোনো দলের পক্ষে না গিয়ে ইসলাম, দেশ ও মানবতার কল্যাণে জনতার দাবি মেনে নিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচন দিন।”

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ৫টি মূল দাবি তুলে ধরে, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

মুফতি মাসুম বিল্লাহ আরও বলেন, দেশে এখন পর্যন্ত নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। তাঁর মতে, “আইন-শৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনের বিভিন্ন ইউনিট এখন পর্যন্ত প্রায় অকার্যকর।”

তিনি হুঁশিয়ারি দেন যে, এমতাবস্থায় বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হলে কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, পেশি শক্তি ও কালো টাকার ব্যবহার ঠেকানো যাবে না। তিনি অন্তর্বর্তী সরকারের নিকট জোর দাবি জানান যে, “পিআর পদ্ধতি ছাড়া কোনোভাবেই নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না।”

নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মাও. হাসান ইমাম মুন্সী, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, প্রচার ও দাওয়া সম্পাদক বিলাল খান প্রমুখ নেতৃবৃন্দ।

RSS
Follow by Email