বিদেশে পাঠানোর নামে প্রতারণা: ৩ জন আটক, জাল ভিসা-টিকিট উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিদেশে পাঠানোর কথা বলে ৩৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের মূল হোতাসহ তিনজনকে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সকালে নীলফামারী থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, এই চক্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অ্যাপস খুলেছিল। সেখানে জনপ্রতি ১২ লাখ টাকার বিনিময়ে ৪৫ দিনের মধ্যে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার লোভনীয় বিজ্ঞাপন দিত তারা। ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা আওলাদ হোসেনসহ আরও চারজন এই বিজ্ঞাপন দেখে চক্রটির সঙ্গে যোগাযোগ করেন। পরে তারা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকদের কাছে মোট ৩৮ লাখ টাকা পাঠান। টাকা হাতে পেয়েই চক্রটি তাদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেয়।
ভুক্তভোগী আওলাদ হোসেন নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কাছে মামলার জন্য আবেদন করেন। আদালত ফতুল্লা মডেল থানাকে মামলাটি রেকর্ড করার নির্দেশ দিলে পুলিশ তদন্ত শুরু করে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক নন্দন সরকার তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের অবস্থান চিহ্নিত করেন। এরপর রোববার ভোরে নীলফামারীর নিজ বাড়ি থেকে চক্রটির মূল হোতা মোহাম্মদ এনামুল হক ওরফে আব্দুস সাত্তার (৩৫), মো. আবুল কালাম ওরফে আশরাফ ওরফে রেজাউল করিম (৩০) এবং মো. ইসলাম ওরফে পরাণকে (২৯) আটক করা হয়।
আটকের সময় পুলিশ তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ভিসা, বিমানের ১০টি জাল টিকিট, চারটি চেক বই, বিভিন্ন মোবাইল কোম্পানির ১৫টি সিম কার্ড, দুটি ভিসা কার্ড, একটি ল্যাপটপ এবং তিনটি খালি স্ট্যাম্প উদ্ধার করে। একইসঙ্গে নগদ তিন লাখ টাকাও জব্দ করা হয়েছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আদালতের নির্দেশে ২৬ আগস্ট ফতুল্লা থানায় মামলাটি নথিভুক্ত হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে পুলিশ এই চক্রটির অবস্থান নিশ্চিত হয়ে নীলফামারী থেকে মূল হোতাসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।