শুক্রবার, ডিসেম্বর ২০, ২০২৪
Led03আড়াইহাজারজেলাজুড়ে

বিদায় অনুষ্ঠান শেষে সড়ক দূর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে বিদায় অনুষ্ঠানের পর বাসায় ফরার পথে এক সড়ক দূর্ঘটনায় জিসান নামের এক এসএসসি পরীক্ষার্থী মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গোপালদি রামচন্দ্রী সড়কের বাইরাদি এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত জিসান গোপালদী পৌরসভা ৪নং ওয়ার্ড কমিশনার উলুকান্দি গ্রামের ফজলুল হক এর ছেলে ও সদাসদী বহুমুখী উচ্চ বিদযালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান উল্লাহ লাইভ নারায়ণগঞ্জকে বলেন, স্কুলের বিদায় অনুষ্ঠানের পর মটোরসাইকেল করে বাসায় ফেরার পথে জিসান নামের একজনের মৃত্যু হয়। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। পরিবার এসে নিহতরে পরিচয় শনাক্ত করে।

RSS
Follow by Email