বুধবার, জুলাই ১৬, ২০২৫
Led04অর্থনীতি

বিডা-বেজা চেয়ারম্যানের সঙ্গে বিসিক শিল্প মালিক সমিতির সাক্ষাৎ

লাইভ নারায়ণগঞ্জ: বিসিক শিল্পনগরীর শিল্প খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর সহযোগিতা চেয়েছেন বিসিক শিল্পনগরী শিল্প মালিক সমিতির নেতারা।

সোমবার সমিতির সভাপতি মো. মহিউদ্দিন শেখ এবং সেক্রেটারি জেনারেল ড. বেলাল উদ্দিন আহমেদ-এর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বিডা কার্যালয়ে বিডা ও বেজা-এর মাননীয় নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলের সদস্যরা বিসিক শিল্পনগরীতে বিদ্যমান শিল্প খাতের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণে বিডার সক্রিয় সহযোগিতা কামনা করেন। মাননীয় নির্বাহী চেয়ারম্যান মহোদয় প্রতিনিধিদলের আগ্রহ ও প্রস্তাবসমূহ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন। তিনি সরকার ঘোষিত শিল্প ও বিনিয়োগ সহায়ক বিভিন্ন নীতিমালার আওতায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

RSS
Follow by Email