বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
রাজনীতি

বিজয় দিবস উপলক্ষে সাবেক ছাত্রদল নেতাদের মতবিনিময় সভা

লাইভ নারায়ণগঞ্জ: বিজয় দিবস উপলক্ষে ফতুল্লায় ৩১ দফা বস্তবায়ন, কেমন নেতৃত্ব চাই শীর্ষক মতবিনিময় সভা করেছে ছাত্রদল। শুক্রবার (২০ ডিসেম্বর) ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে কাশিপুর ইউনিয়নের মধ্য নরসিংপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সাবেক ছাত্রদল নেতারা বিভেদ সৃষ্টি না করা, মেধাবীদের সমন্বয়ে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত করার পক্ষে মতামত ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সমাজে ভালো মানুষদের সামনে আসার সুযোগ করে দেয়ার পক্ষে মতামত ব্যক্ত করেন।

ফতুল্লা ছাত্রদলের সাবেক সভাপতি আক্তার খন্দকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি লোকমান হোসেন, আরিফ মন্ডল, সাইফুল ইসলাম বিপ্লব, সীমান্ত প্রধান, কমল চৌধুরী, সাইদুর রহমান প্রমুখ।

RSS
Follow by Email