বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
জেলাজুড়েরাজনীতিসদর

বিজয় দিবসে সেলিম ওসমানের পক্ষে জাপা’র পুস্পস্তবক অর্পন

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে এমপি সেলিম ওসমানের পক্ষ থেকে জেলা ও মহানগর জাতীয় পার্টি পুস্পস্তবক অর্পন করেছে। শনিবার (১৬ ডিসেম্বর) চাষাড়া বিজয়স্তম্ভে এ পুস্পস্তব অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি মাদাছরুল হক দুলাল, জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক বাবু রিপন ভাওয়াল, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযাদ্ধা সাবেক কমিশনার আজহারুল ইসলাম, মাঃ আলী, মাঃ সাঈদ চধুরী, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, শরীফ হাসন শাহ, ফতুল্লা থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল হাসন মাল্লা, মহানগর জাতীয় পার্টির নেতা মাঃ শাহআলম, মাঃ মায়াজ্জম হাসন, আঃ বাছদ, মাহবুব হাসন স্বপন, মতিউর রহমান মুক্তি, মাজাম্মল হাসন লিটন, বিটু চধুরী, আশরাফুল ইসলাম রোমান, ডাঃ কামরুল ইসলাম তাতা, মাঃ ফারুক হাসান, মাঃ সুজন ভূইয়া, মাঃ নাজির হাসন, মাঃ নুরুল ইসলাম, মাঃ ওয়াসিম, প্রদীপ কুমার দাস, মির্জা মাঃ মনির হাসন, মাঃ আবু সাঈদ, মাঃ রাজা, আরিফুল ইসলাম লিয়ন, মাঃ সুমন, মাঃ ফাহাদ উল্লাহ সহ জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় ছাত্র সমাজ, জাতীয় শ্রমিক পার্টির নতবদ। উক্ত অনুষ্ঠান জাতীয় পার্টির সর্বস্তরর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email