শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led04রাজনীতি

বিজয় দিবসে না.গঞ্জে বিএনপির দিনব্যাপী কর্মসূচী

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে দিনব্যাপী কর্মসূচী পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। সেই সাথে জেলার বিভিন্ন স্থান থেকে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা লাইভ নারায়ণগঞ্জকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ১০টায় রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটের সামনে থেকে বিজয় র‌্যালি বের করবে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। সকাল ৯টায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতি মিলনায়তনের সামনে থেকে বিজয় র‌্যালি বের করবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। সকাল ৯ টায় ফতুল্লার ডিআইটি মাঠে সমাবেশ ও বিজয় র‌্যালি বের করবে ফতুল্লা থানা বিএনপি। সকাল সাড়ে ১১ টার দিকে কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের বিজয় র‌্যালি বের হবে। বিকেল ৩টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে জেলা যুবদলের বিজয় র‌্যালি বের হবে।

RSS
Follow by Email