শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

বিজয় দিবসে জেলা বিএনপি পথসভা জনসমুদ্রে পরিণত

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা বিএনপির বিশাল র‌্যালি ও পথসভা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভুলতা এলাকায় ওই র‌্যালি ও পথ সভা হয়।

র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এটি জনসমুদ্রে পরিণত হয়।

পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, কেন্দ্রীয় বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিন ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন।

এতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

RSS
Follow by Email