শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

বিজয় দিবসে উপলক্ষে মহানগরী জামায়াতের সভা ও দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মহানগরী জামায়াতে ইসলামী। সোমবার (১৬ ডিসেম্বর) বিকালে চাষাঢ়া নিজ কার্যালয়ে সকল শহীদদের স্মরনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয় ।

এসময় সভায় কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মঈনুদ্দিন আহমদ বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হলেও এতোদিন পরাধীনতার মতোই ছিলাম।কিন্তু ২৪ এর গনঅভ্যুত্থানের মধ্যে যে বিজয় ছাত্র জনতা ছিনিয়ে এনেছে,তাতে আমরা স্বাধীনতার প্রকৃত স্বাদ পাচ্ছি। এই স্বাধীনতা যেন বিনষ্ট না হয় সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে।

সভাপতির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন বাংলাদেশ নামক একটি পতাকা ছাড়া প্রকৃত পক্ষে আমরা স্বাধীনতা পাইনি একটি দেশ তাদের স্বার্থে আমাদের বন্ধু হিসাবে ব্যবহার করে। তাই ২০২৪ সালে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আমরা দেশ এক নতুন মাত্রায় প্রকৃত স্বাধীনতা পেয়েছে এই অর্জন কেউ নষ্ট করতে চাইলে আমরা কেউই হাত-পা গুটিয়ে বসে থাকবো না। আমরা আর কোন গডফাদারকে নারায়ণগঞ্জে তৈরি হতে দিবো না।

মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, মহানগরী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, মহানগরী মানব সম্পদ বিভাগের মো জাকির হোসাইন, মহানগরী প্রচার সম্পাদক হাফেজ আবদুল মোমিন সহ কর্ম পরিষদের অন্যন্য সদস্যগন

RSS
Follow by Email