শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02রাজনীতি

বিজয় দিবসে অয়ন ওসমান ও শিশুপুত্র আরজিয়ান শ্রদ্ধা

লাইভ নারায়ণগঞ্জ: বিজয় দিবস উপলক্ষে পুষ্পস্তবক অপর্ণ করেছেন এমপি পুত্র এ.কে.এম অয়ন ওসমান ও তার শিশু সন্তার আরজিয়ান ওসমান। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ চাষাঢ়া বিজয় স্তম্ভে বীর শহীদের প্রতি ফুল দিয়ে ওই শ্রদ্ধাঞ্জলি জানান তিনি।

এ সময় অয়ন ওসমান বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদের রক্ত আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। তাদের জন্য আমরা আজ স্বাধীন দেশের নাগরিক, তাই আমি সকল শহীদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা যেন প্রজন্ম থেকে প্রজন্ম এই আদর্শ, এই শিক্ষা নিয়ে ইতিহাস এর প্রতি সংরক্ষণ করে রাখতে পারি। কোন কুচক্রীকারীরা যেন আমাদের এই প্রজন্মকে এই ইতিহাসতে বিকৃত করতে না পারে এই প্রত্যাশা রইল।

RSS
Follow by Email