সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
Led01Led02অর্থনীতি

বিজিএমইএ’র সাবেক সভাপতি গোলাম কুদ্দুসের মৃত্যুতে বিকেএমইএ’র সভাপতি হাতেমের শোক

লাইভ নারায়ণগঞ্জ: সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও রূপালী ইন্স্যুরেন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৫ জানুয়ারি) ভোর ৬.৪০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর মৃত্যুতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রনালয়ের সিপিজিসিবিএল’র ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর (স্বতন্ত্র পরিচালক) ব্যবসায়ী প্রতিনিধি ও বিকেএমইএ’র সভাপতি মোহাম্মদ হাতেম শোক প্রকাশ করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড একাউন্টে মোহাম্মদ হাতেম শোক বার্তায় লিখেন ‘বাংলাদেশের পোষাক শিল্পের অন্যতম পথিকৃৎ আধুনিক বিজিএমইএ’র প্রতিষ্ঠাতা, বিজিএমইএ’র সাবেক সভাপতি ও ইএবি’র প্রতিষ্ঠাতা সভাপতি, পোশাক শিল্পের জনপ্রিয় নেতা, আমাদের সকলের পরম শ্রদ্ধেয় ব‍্যক্তিত্ব মোস্তফা গোলাম কুদ্দুস ভাইয়ের মৃত্যুতে বিকেএমইএ তথা বাংলাদেশের পোষাক শিল্প পরিবারের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

প্রয়াত মোস্তফা গোলাম কুদ্দুসের নামাজে জানাজা আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

RSS
Follow by Email