বৃহস্পতিবার, মে ১, ২০২৫
Led03রাজনীতি

বিচারহীনতার সংস্কৃতি এখনও বহাল আছে: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জে শুধু তালিকাভুক্ত ২২২ জন নয়, অগণিত নেতা-কর্মী ও ছাত্র জনতা আহত হয়েছে, যারা তালিকায় নাম লেখায়নি। বিচারহীনতার এই সংস্কৃতি এখনও বহাল।

বুধবার (৩০ এপ্রিল) গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির যুদ্ধাদের আর্থিক অনুদানের চেক ও শহীদ পরিবারকে সঞ্চয় পত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্দ্যেগে আয়োজিত এ অনুষ্ঠানে এক বক্তব্যে এ কথা বলেন সাখাওয়াত।

তিনি আরও বলেন, ‘১৬ বছর এই নারায়ণগঞ্জে বিচার ছিল না। ত্বকীসহ বহু মানুষকে হত্যা করা হয়েছে। সর্বশেষ হত্যাকাণ্ড হলো—ছাত্র জনতাকে সামনে থেকে গুলি করে হত্যা ও হাজারো মানুষকে আহত করা। গত ১৬ বছর আমরা এই দেশে ‘সি’ ক্যাটাগরির নাগরিক হিসেবে বসবাস করেছি। আইনের শাসন, সুশাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকলে এই দেশে জুলাই বিপ্লবের প্রয়োজন হতো না। জুলাই বিপ্লব ছিল জনমানুষের বিপ্লব। দেশের ৯৯ শতাংশ মানুষ তখন আন্দোলনের পক্ষে ছিল। সেই আন্দোলন দমন করতে যারা সামনে থেকে গুলি করেছে, তারাই এই দেশের গণতন্ত্র ও অধিকার হরণকারী ফ্যাসিস্ট শক্তি। জুলাই যোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। আমরা তাদের পাশে থাকতে চাই। শহীদদের কেউ ভুলবে না, আর আহতদের পাশে থাকবে জনগণ ও রাজনৈতিক দলগুলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহিম হোসেন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতের সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, ইসলামী আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নিরব রায়হান, সদস্য সচিব জাবেদ আলম, মহানগর আহ্বায়ক মাহফুজ খান, সদস্য সচিব হৃদয় ভূঁইয়া, আহত ও শহীদ পরিবারের সদস্যরা।

RSS
Follow by Email