বিক্ষোভ সমাবেশে রনি ‘যারা সম্পর্ক নষ্ট করতে চান তাদের বলি—আমরা চুপ থাকব না’
লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি তার বক্তব্যে তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানান।
রনি বলেন, “আমরা চাই সবাইকে নিয়ে রাজনীতি করতে। কিন্তু তারেক রহমানকে নিয়ে যেসব কথা হচ্ছে, তা বন্ধ করতে হবে।” যারা সম্পর্ক নষ্ট করতে চান, তাদের উদ্দেশে তিনি বলেন, “আমরা চুপ থাকব না।”
তিনি সিনিয়র রাজনীতিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আপনাদের জুনিয়রদের পরামর্শ দিন—কিভাবে কথা বলতে হয়, কাকে নিয়ে কীভাবে মন্তব্য করতে হয়।”