বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
শিক্ষা

বিক্ষোভে তারুণ্যের ২৪ ‘গণঅভ্যুত্থানে নারীদের ভূমিকা থাকলেও এখন নিরাপত্তাহীনতার দিন কাটাচ্ছে’

লাইভ নারায়ণগঞ্জ: সারা দেশের ঘটে যাওয়া নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে তারুণ্যের ‘২৪ নারায়ণগঞ্জ সংগঠন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ কলেজের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় সংগঠনের অন্যতম সংগঠক মৌমিতা নুরের সভাপতিত্বে ও আবিদ রহমানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক অপূর্ব রায়, তাহমিদ আনোয়ার, ইসরাত জাহান মীম, আবদুল আহাদ, এবং কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শেখ সাদী, শান্ত, রিপা, বর্ণালী, মাহির, ইব্রাহিমসহ অন্যান্য শিক্ষার্থীরা।

সমাবেশে সংগঠক মৌমিতা নুর বলেন, ‘নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় নারী ও শিশু ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অসামান্য ভূমিকা প্রত্যক্ষ করেছি, অথচ আজ নারীরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। এ অবস্থা চলতে পারে না। আমাদের মা-বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি এই পরিস্থিতি পরিবর্তন না হয়, তাহলে আমরা আরও বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মস্থলে যৌন নিপীড়নবিরোধী সেল গঠন করা হোক। যতদিন ধর্ষণ বন্ধ না হবে এবং ধর্ষকদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় না আনা হবে, ততদিন আমাদের লড়াই চলবে। আমরা চাই, ধর্ষকদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদেরও জাতির সামনে উন্মোচন করা হোক।’

তাহমিদ আনোয়ার বলেন, আমরা এমন এক বাংলাদেশে বসবাস করছি, যেখানে বিচারহীনতার সংস্কৃতি চরম আকার ধারণ করেছে। মানুষের জান-মালের নিরাপত্তা নেই। আমরা সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চাই—এত ধর্ষণের ঘটনা ঘটার পরও কেন অপরাধীরা মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে? কেন এখনো তাদের গ্রেপ্তার করা হচ্ছে না? আমরা এও জানতে চাই, এই ধর্ষকদের পৃষ্ঠপোষক কারা? তাদের বিরুদ্ধে প্রশাসন পদক্ষেপ নিচ্ছে না কেন?

বক্তারা আরও বলেন, আমাদের লড়াই নিজের নিরাপত্তার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য। বেগম রোকেয়া ও প্রীতিলতা ওয়াদ্দেদার আমাদের শিখিয়ে গেছেন—লড়াই করে বাঁচতে হবে, অধিকার আদায় করতে হবে। যদি সরকার আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, তাহলে তাদের পদত্যাগ করতে হবে। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আরও বড় কর্মসূচি ঘোষণা করবো এবং শক্তিশালী আন্দোলন গড়ে তুলবো।

RSS
Follow by Email