বিকেএমইএ সভাপতি সম্পর্কে যা বললেন ছাত্রদল নেতা রাজীব
স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে মঙ্গলবার এক উদ্যোক্তা সম্মেলনে নীট গার্মেন্টস ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিকেএমইএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম এর উপস্থিতি নিয়ে ছাত্রদলের কয়েকজন নেতার অনাকাঙ্ক্ষিত আচরণে নিয়ে কথা বলেছেন ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজীব।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলাম রাজীব গণমাধ্যমে এক এক ভিডিও সাক্ষাৎকারে বিস্তারিত ব্যাখ্যা দেন। তিনি পুরো ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ এবং ‘অশোভনীয়’ বলে উল্লেখ করেন।
আজিজুল ইসলাম রাজীব স্পষ্ট করে বলেন, ‘গতকাল যে ঘটনা ঘটেছে তোলারাম কলেজে এটা একটা অনাকাঙ্খিত ঘটনা। এটা আমাদের ছাত্রদলের কোন দলীয় সিদ্ধান্ত না। যারাই এই কাজ করেছেন তারা স্বপ্রোনদিত হয়ে করেছেন।”
তিনি জানান, ঘটনার সাথে যুক্তরা ছাত্রদলের তোলারাম কলেজ শাখার নেতৃবৃন্দ হলেও মহানগর ছাত্রদলের কমিটি না থাকায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কেবল কেন্দ্রীয় কমিটির।
রাজীবের মতে, মোহাম্মদ হাতেমের ব্যাপারে একটা নেগেটিভ প্রচারণা আছে, যা ছাত্রদলের নেতাদের মাইন্ড সেটাপে ঢুকে যাওয়ার কারণেই তারা এই কাজ করেছেন। তবে তিনি মনে করেন, নেতৃবৃন্দের আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিৎ ছিল।
বিকেএমইএ সভাপতির মর্যাদা প্রসঙ্গে রাজীব বলেন, মোহাম্মদ হাতেম ফ্যাসিস্ট আওয়ামী লীগ থেকে সিলেকশনের মাধ্যমে নয়, বরং নির্বাচনের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছেন। অব্যশই তিনি নিঃসন্দেহে একজন সম্মানিত ব্যাক্তি। ব্যবসায়ী সেক্টরে যদি সবাই তাকে মানতে পারে তাহলে আমাদের এই ব্যাপারে কথা বলার কোন অপশন থাকে না। এটা অবশ্যই আমার কাছে মনে হয়নি এটা কোন শোভনীয় কাজ হয়েছে। তাঁর বিরোধীতা সে করতেই পারে, যদি এমন হয় তাহলে তাকে দাওয়াত দেয়ার কোন দরকার ছিলো না।
রাজীব এই অপ্রীতিকর ঘটনার জন্য কলেজ প্রশাসনকে দায়ী করেন। তিনি বলেন, কলেজ প্রশাসন কোন প্রগ্রাম হওয়ার আগে বিভিন্ন ছাত্র সংগঠনদের সাথে বসে পরামর্শ বা অবগত করবে, কিন্তু এই প্রোগ্রামের বিষয়ে আমাদের কিছু জানায় নাই, প্রিন্সিপাল আমাদের কিছু জানায় নাই। তার এই দায়িত্ব হীনতার কারণে এই অপৃত্বিকর ঘটনা ঘটেছে।
মোহাম্মদ হাতেমের গতবছরের এক বক্তব্য প্রসঙ্গে রাজীব বলেন, হাতেম সাহেব ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া বক্তব্য বিভিন্নভাবে নেগেটিভ প্রচার হয়েছে। তবে উনি সে সময় যে বক্তব্য দিয়েছেন সেটা একটা ব্যবসায়ী সংগঠন হিসেবে দিয়েছেন। স্বাভাবিক ভাবেই তাদের কাজ সরকারের সাথে সুসম্পর্ক করা। এটা নতুন কিছু না সব সরকারের সময় এটা করতে হয়।
রাজীব মনে করেন, আমাদের দেখা উচিৎ যে, যেকোন ব্যবসায়ী বিগত সরকারের আমলে সে নিজের স্বার্থে কথা বলেছেন নাকি ব্যবসায়ী স্বার্থে কথা বলেছেন। নিজের স্বার্থে কথা বললে আমি নিজেও তার বিরোধীতা করতাম। কিন্তু সে সেটা করে নাই। আমি মনে করি না সেটা ভুল করেছেন।
ছাত্রদলের কর্মীদের উদ্দেশ্যে রাজীব বলেন, আসলে আমাদের নেতৃবৃন্দের মধ্যে অনেকেই বুদ্ধি বিত্তিক চর্চা করে নাই। যারা করে তারাই কেবল সামনের দিকে এগিয়ে যেতে পারে। সামনে এগিয়ে যেতে হলে বুঝে শুনে অ্যাকশন নেয়া উচিৎ। তিনি ব্যক্তিগতভাবে বিশ্বাস করেন না যে মোহাম্মদ হাতেম কাউকে হেনস্তা করেছেন বা ক্ষতি করেছেন, নয়তো ব্যবসায়ীরা তাঁকে নির্বাচিত করতেন না। “সে কখনো আওয়ামী লীগের লেজুর ভিত্তিক কাজ করেছে আমার জানা নাই।
