শুক্রবার, মে ১৬, ২০২৫
Led01অর্থনীতি

বিকেএমইএ’র নতুন কমিটি: সভাপতি পদে হাতেম, নির্বাহী সভাপতি শামীম

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫-২৭ মেয়াদের অফিস বেয়ারার্স পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। মোহাম্মদ হাতেম সভাপতি এবং ফজলে শামীম এহসান নির্বাহী সভাপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) নারায়ণগঞ্জে বিকেএমইএ’র প্রধান কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন বোর্ডের পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। সভাপতি, নির্বাহী সভাপতি, সিনিয়র সহ-সভাপতি (অমল পোদ্দার, পানাম গ্রুপ), সহ-সভাপতি (অর্থ) (মোরশেদ সারোয়ার) ও পাঁচজন সহ-সভাপতি পদে (মো. সামসুজ্জামান, গাওহার সিরাজ জামিল, আশিকুর রহমান, ফকির কামরুজ্জামান নাহিদ এবং মোহাম্মদ রাশেদ) মোট নয়টি মনোনয়নপত্র জমা পড়ে।

নয়টি পদের বিপরীতে নয়টি মনোনয়নপত্র জমা পড়ায় নির্বাচন বোর্ডের যাচাই-বাছাই শেষে সকল প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এর আগে, ২৬ জন পরিচালকও নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন মনসুর আহমেদ, আহসান খান চৌধুরী, বেলায়েত হোসেন, ইমরান কাদের তুর্য প্রমুখ। চট্টগ্রাম অঞ্চল থেকে পরিচালক হয়েছেন আহেমদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজমসহ ছয়জন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় বিকেএমইএ’র আগামী দুই বছরের পরিচালনা কার্যক্রম শীঘ্রই শুরু হবে বলে আশা করা যাচ্ছে।

RSS
Follow by Email